সাভারের আশুলিয়ায় একটি পাইকারী ফলের আড়তে অভিযান চালিয়ে খেজুর, আপেল, কমলাসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকার অভিযোগে ব্যক্তি মালিকানাধীন দশটি দোকানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার বিভিন্ন ফলের আড়তে অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাইপাইল এলাকার ওই ফলের আড়তের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় খেজুর, আপেল, কমলাসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকার অভিযোগে ব্যক্তি মালিকানাধীন দশটি দোকানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল প্রধান করা হয়। পরে জরিমানার টাকা আদায়ের পর তাদের এ বিষয়ে প্রথমবারের মতো সতর্ক করে দেয়া হয়।