আশুলিয়ায় ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে ঢাকা জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় পথশিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবং সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পথশিশুরা সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা তাদেরকে নিয়ে ভিন্নধর্মী এই আয়োজন করেছি। ভবিষ্যতে আমরা অবহেলিতদের পাশে থেকে যেন কাজ করে যেতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থণা কামনা করছি।
ঢাকা জেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ আসাদুল ইসলাম (মুকুল) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জবি ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ রাইসুল ইসলাম নয়ন, ঢাকা জেলা ছাত্র অধিকার পরিষদের সমন্বায়ক মোঃ নাদিম হাসান ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাদমান শফিক।
আরো উপস্থিত ছিলেন মোঃ বিল্লাহ হোসেন, মোঃ শাহ-আলম, মোঃ জোবায়ের, মোঃ ফাইজুর রহমান, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ শাকিল হোসেন, তানজিলা আক্তার, আরমিন আক্তার, সুমি, খোকন, বৃষ্টি নুর ও অন্যান্য নেতৃবৃন্দসহ পথশিশুরা।