সাভারে আশুলিয়ার জিরানী এলাকায় পুরাতন টিনশেডের একটি একতলা ভবনের দেয়াল ধসে পথচারী হ্যাপি আক্তার মিনা নামে শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো ৩ পথচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ায় জিরানী-গোয়াইল বাড়ী শাখা সড়কের কোরিয়া-মৈত্রি হাসপাতালের পাশে একটি কলোনীর নির্মাণাধীন একতলা ভবনের দেয়াল ধসের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, জিরানী বাজার ব্যক্তি মালিকানাধীন মদিনা কলোনীর একটি ভবন ধসে পড়েছে। এতে পথচারী এক শিশু নিহত হয়েছে। শিশুটির বয়স ১৩ বছর। সে ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আহত হয়েছেন আরো তিন জন।
ধসে পড়া স্তুপের নিচে কেউ আটকা পড়েছে কি না সে ব্যাপারে তিনি বলেন, ওখানে আর কেউ থাকার সম্ভাবনা নেই। তারপরও আমরা আরো সার্চ করতেছি।