স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বলেছেন, করোনাভাইরাস নিয়ে সরকারের দেওয়া পরামর্শ না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার (২০ মার্চ) মহাখালীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বলেন, দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।
নাসিমা সুলতানা বলেন, ‘যারা বিদেশ থেকে আসবেন তারা ঘরের বাইরে যাবেন না। কারো সঙ্গে মিশবেন না। এমনকি খাবারও নিজের ঘরের মধ্যেই খাবেন। বিদেশফেরত ব্যক্তিরা অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।