সৌদি আরবে করোনাভাইরংকেছড়িয়ে পড়া প্রতিরোধে কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) বন্ধ করার পর আবারো তা খুলে দেওয়া হয়েছে। তবে ওমরাহকারীদের জন্য এখনো নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে।
শনিবার (৭ মার্চ) সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
আরব নিউজ জানায়, আপাতত কাবা শরিফের মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে। ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ব পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে।
গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের ২৩ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।