প্রত্যন্ত গ্রামের মানুষেরা জানতেন না তাদের রক্তের গ্রুপ কি। ঢাকা থেকে গিয়ে তাদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিয়েছেন কয়েকজন তরুণ সংগঠক। সংগঠনের নাম ‘সংঘ ব্লাড পয়েন্ট’।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিজয়ের মাস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে গাজিরভিটা ইউনিয়নের গাবরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিনামূল্যে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এছাড়া একইদিনে অসহায়দেরকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে সংগঠনটি। এতে উচ্ছ্বাস জানিয়েছেন গ্রামবাসীরা।
তারা বলেন, আমরা তো রক্তের গ্রুপ জানতাম না। এটা জানা দরকার তাও জানতাম না। কিন্তু শহর থেকে কয়েকজন ছেলে এসে আমাদের রক্তের গ্রুপ জানালো।
একই কথা বলেন স্থানীয় আরো কয়েকজন গ্রামবাসী। তারা বলেন, আমরা হুনছি এই পরীক্ষা করতে ম্যালা টেকা লাগে।কিন্তু ওরা তো ফিরিই কইরা দিলো।
জানতে চাইলে সংগঠনের সংগঠকরা বলেন, আমরা সবসময় অসহায় মানুষদের পাশে থাকি। সেই জন্যেই এ কাজ করেছি। সামনেও এসব কর্মকাণ্ড চলমান থাকবে।