ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর একটি লেনের গার্ডারে ফাটল দেখা দেয়ার পর তিন দিন ধরে ওই অংশ দিয়ে যানচলাচল বন্ধ আছে। গত দুই দিনে ঢাকামুখী যানবাহন গুলোও সেতুর একটি লেন দিয়ে পারাপার হওয়ায় তীব্র যানজট ভোগান্তি পোহাচ্ছে এই সড়কে চলাচলরতরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর পায়ে হেটেই পারি দিয়েছেন কয়েক কিলোমিটার পথ।
তবে শুক্রবার সকাল থেকে মহাসড়কের আমিনবাজার সালেহপুর সেতু এলাকায় যানজট ছিলোনা বললেই চলে।
তবে সেতুর একটি লেন দিয়ে রাজধানীতে ঢাকায় প্রবেশ ও বেরিয়ে যানবাহন গুলো পারাপার হওয়ায় সড়কে যানচলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। তবে কোন যানজটের সৃষ্টি হয়নি।
আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সবুর খান বলেন, একলাইনেই গাড়ি চলছে। গত গতকাল যেভাবে চলছে আজকেও একি ভাবে চলছে। দেখা যাচ্ছে যে লাইনে গাড়ি বেশি সিরিয়াল হয়ে যাচ্ছে তখন অপজিট সাইড বন্ধ করে তখন এটা যেতে যাচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজকে একটু গাড়ির প্রেসারটা কম। তাই কোন যানজটও নেই।