তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ দাবি করে তারা।
দাবিগুলো হলো- আজকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দিতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা বাবদ সকল ব্যয় প্রশাসন বহন করবে, এবং শিক্ষার্থীদের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে ও ক্যাম্পাস-গেরুয়া সংলগ্ন প্রাচীর নির্মাণ করতে হবে।
এরপর শিক্ষার্থীরা আজকের মধ্যেই হল খোলার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
প্রসঙ্গত, গতকাল জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া গ্রামের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এর মধ্যে গুরুতর জখম ১১ শিক্ষার্থী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।