দেশে নতুন করে আরো ১৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে।
গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ১৩ এপ্রিল দুপুর পর্যন্ত সারাদেশে মোট ৮০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এখন পর্যন্ত সারাদেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪২ জন।