মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ৩৮ মিনিটে প্রায় ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে ভারতের সিকিমে। দেশের পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান ও চীনে কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ১১ অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
কেআরআর