ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছে সাভারের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সিটি সেন্টারের সামনে সাভারের সর্বস্তরের শিক্ষার্থীরা ব্যানানে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা।
মানববন্ধনে সানজিদা জান্নাত পিংকি নামে এক শিক্ষার্থী বলেন, নারীরা এখন সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিদিন ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। ধর্ষণের যথাযথ শাস্তি নিশ্চিত হচ্ছে না বলেই এমনটা হচ্ছে। এছাড়া পাড়া মহল্লায় নৈতিকতার নামে স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতার কারণে এমন ঘটনা ঘটে। এসব বন্ধে পুলিশকে আরো ভূমিকা রাখতে হবে।
আমান আহমেদ সজীব নামে আরেক শিক্ষার্থী বলেন, নারীরা কোনো সমস্যার সম্মুখীন হলে তা লুকিয়ে রাখে। এটি না করে বরং সমস্যাটি সমাজের সামনে তুলে ধরা উচিত। এতে করে শুরুতেই প্রতিকার করা সম্ভব হবে। নীলা রায়ের বিষয়টি যদি আগেই সকলের সম্মুখে আসতো তাহলে তার হত্যাকান্ডের ঘটনাই ঘটত না৷
এসময় অন্যান্যদের মধ্যে ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির ও ছাত্র মৈত্রী নেতা জাহিদ লিখন বক্তব্য রাখেন।