ঢাকার ধামরাইয়ে পৌরসভা এলাকার ৩৪টি দুর্গা পূজার মণ্ডপে নগদ আর্থিক অনুদান দেয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে পৌরসভার মিলনায়তন কক্ষে পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে মন্ডপের নেতাদের হাতে এ অনুদান তুলে দেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির।
এসময় অনুদান হিসেবে প্রতি মণ্ডপকে নগদ অর্থ (প্রতি মন্ডপে সাত হাজার টাকা করে) অনুদান হিসেবে দেয়া হয়।
ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত চক্রবর্তীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির, ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা, ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন পৌরসভার সকল কাউন্সিলর ও পৌরসভার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।