ঢাকার ধামরাইয়ে মিনি কভারভ্যানচাপায় অজ্ঞাত (১৭) এক কিশোরী নিহত হয়েছেন।
সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সকালের দিকে বাথুলিতে সড়ক পাড় হওয়ার সময় স্কয়ার কোম্পানির একটি মিনি কভারভ্যানের (ঢাকা মেট্রো ম ১১-২৩১৯) চাপায় গুরুতর আহত ওই কিশোরী। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া গাড়ি ও চালককে গ্রেফতার করা হয়েছে।