বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাল পেপার মিলস নামের নামের একটি কাগজ তৈরির কারখানার শ্রমিকরা।
বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে কারখানার প্রায় ৭’শ শ্রমিক বিক্ষোভ শুরু করে।
শ্রমিকরা জানান, মার্চ মাস শেষ হতে চললেও এখনো ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। তাদেরকে বারবার তাগাদা দিলেও তারা বেতন না দিয়ে তালবাহানা শুরু করে। পরে আজ চেকে এক তৃতীয়াংশ বেতন পরিশোধ করার কথা বললে শ্রমিকরা সড়কে নেমে অবরোধ করেন।
পুলিশ জানায়, আজই তাদের বেতন পরিশোধ করার কথা ছিলো। তবে কর্তৃপক্ষের আশ্বাস না শুনেই শ্রমিকরা সড়কে নেমে আসে। পরে তাদেরকে আশ্বাস দিলে তারা রাস্তা থেকে চলে যায়।
এবিষয়ে ধামরাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামাল হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন আজই পরিশোধ করবেন বলে জানিয়েছে। পরে শ্রমিকদেরকে এবিষয়ে আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেয়।