ঢাকার ধামরাইয়ে ঈদের দিনে নৌকায় ঘুরতে গিয়ে শিফা (১২) ও মীম (১২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চিকিৎসকরা জানান, বিকেলের দিকে নৌকা নিয়ে ৫ বান্ধবী মিলে ঘুরতে যায় তারা। এসময় হঠাৎ করে নৌকা উল্টে গেলে সবাই নদীতে ডুবে যায়। পরে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এবিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: নূর রিফফাত আরা বলেন, বিকেলের দিকে পানিতে ডুবে আহত হওয়া ৫ জনকে হাসপাতালে আনা করা হয়। পরে ২ জন মারা যায়।