ঢাকার ধামরাইয়ে মালবাহী কার্ভাড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের মাঝখানে পরে মোঃ সুমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহীসহ বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার ঢাকা- আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার পাল সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সরকার মাগুড়া জেলার মাগুড়া সদর লক্ষিকান্দ এলাকার স্বপন সরকারের ছেলে। নিহতের সাথে দিপ্রদি সরকার নামে এক সহকর্মী ছিল। সে মারাত্মক ভাবে আহত হয়েছেন।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জগামী নিলাচল পরিবহনের সাথে ঢাকার দিকে আসা মালবাহী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিলাচল পরিবহন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় সাথে থাকা সহকর্মী দিপ্রদি সরকার। তবে এসময় ট্রাকের চালক পালিয়ে যায়।
এবিষয়ে পুলিশ উপ- পরিদর্শক সঙ্কর সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ মানিকগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে ধামরাই সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।