ঢাকার ধামরাই পৌরসভায় নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণও সন্তোষজনক বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে প্রায় ২২ ভাগ ভোট গ্রহণ এরইমধ্যে শেষ হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন রয়েছে।
সকাল ১০টার দিকে পৌরসভার কুমড়াইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোট দিতে অপেক্ষমান অন্তত শ’দুয়েক ভোটারকে।
একই চিত্র দেখা গেছে ধামরাই পৌরসভার আব্দুস সোবহান মডেল হাই স্কুল, ধামরাই সরকারি কলেজ, হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, কলেজিয়েট স্কুল, যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
পৌরসভার ৩ নং ওয়ার্ডের আব্দুস সোবহান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেয়া সন্ধ্যা রানী ঘোষ (৫০) বলেন, ইভিএমে ভোট দিতে তাঁর কোনো অসুবিধা হয়নি। কেন্দ্রের পরিবেশও ভালো।
একই কথা বলেছেন অন্যান্য কেন্দ্রের ভোটাররাও। তবে কোথাও কোথাও আঙ্গুলের ছাঁপ না মেলায় ভোট দিতে না পারার কথাও জানিয়েছেন কয়েকজন ভোটার।
এদিকে পুরো পৌরসভার কোথাও কোন কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির মেয়রপ্রার্থী নাজিম উদ্দীন মঞ্জু। বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে তাঁদের পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি।
তবে ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা। তিনি বলেন, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবে।
এবিষয়ে জানতে চাইলে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন বলেন, পৌরসভার ২১ টি ভোটকেন্দ্রের কোনটিতেই কোন ধরনের সংঘর্ষ বা ঝামেলার খবর পাওয়া যায়নি, বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত পুরো ধামরাই পৌরসভায় উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ চলছে।