ব্যর্থ হলেন অধিনায়ক মুমিনুলও
স্পোর্টস ডেস্ক

অধিনায়কত্ব পাওয়ায় পর দায়িত্ব বাড়লেও তাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে দলকে অকুল পাথারে রেখে ফিরে গেছেন মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেছেন মাত্র ৭ রানে।
এর আগে প্রথম ম্যাচের মতই জোড়ায় সাজঘরে ফিরে যান বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।
ইন্দোর টেস্টে ভারত ৬ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করায় ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। স্কোর ২ উইকেটে ১৬।
তৃতীয় দিনে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে ভারত। নতুন দিনের শুরুতে দ্বিতীয় ইনিংস ব্যাটিং শুরু করেছে টাইগাররা।
ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৪৯৩ রানে শেষ করা ভারত ওই স্কোরেই ঘোষণা করেছে তাদের প্রথম ইনিংস। বাংলাদেশের চেয়ে ৩৪৩ রানে এগিয়ে থেকে বোলিংয়ে নেমেছে বিরাট কোহলিরা। বাংলাদেশের ইনিংস শুরু করেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।