বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে বাংলা, ইংরেজি ও সাধারন জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তনসহ ৩ দফা দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, এই গুচ্ছ পদ্ধতির বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষার দাবিতে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্মারকলিপি দিয়েছি। ২৩ ডিসেম্বরের মধ্যে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত না হলে দেশব্যাপী কর্মসূচির ডাক দেবো।
এ সময় শিক্ষার্থীরা ৩টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১। আগের মতো (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের মতো) আলাদাভাবে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকতে হবে।
২। প্রত্যেক ইউনিটের সঙ্গে (মানবিক, বিজ্ঞান, বাণিজ্য) বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান রাখতে হবে।
৩। মানবিক বিভাগে ICT-এর সঙ্গে ‘সাধারণ জ্ঞান’ যোগ করতে হবে।