মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এস চৌধুরী শুভ ও সাধারণ সম্পাদক করা হয়েছে চিত্রা সাহাকে।
শনিবার (১২ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা উত্তর শাখার ১১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহরুখ পারভেজ তন্ময় ও সাইফুল ইসলাম।
এতে যুগ্ম সম্পাদক করা হয়েছে মাহমুদুর রহমান টিটো, তীব্র আহমেদ মনির ও পারভেজ আহমেদকে।
এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাইন উদ্দিন রনি ও জর্জ মানস হালদার।
এতে দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক হয়েছেন যথাক্রমে বাবলু ইসলাম ও হৃদয় খান।