স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সংগঠনটির সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে গুলিস্থানে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
এ সময় সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ ঢাকা মহানগর দক্ষিণ ও তার অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করে।