করোনার কারণে ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এ বছর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শায়খুল হাদিস মাওলানা শামসুল ইসলাম।
শনিবার (১ আগস্ট) সকাল ৮টায় ও ৯টায় এ মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লিরা নামাজ আদায় করেন।
নামাজ শেষে করোনা দুর্যোগ থেকে মানবজাতিকে রক্ষায় মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাতে।
একই সঙ্গে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতেও বিপুল সংখ্যক মুসুল্লি অংশ গ্রহণ করেন। জেলার অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি মসজিদে একাধিক জামাতের আয়োজন করা হয়।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, ‘ঈদের দিন লাখো মানুষ শোলাকিয়ায় নামাজ আদায় করতেন। কিন্তু করোনা সংক্রমণ রোধে শোলাকিয়ার খোলা মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। শুধু মুসুল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শোলাকিয়ার ঈদের জামাত বন্ধ রাখা রয়েছে।’