ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টস ছুটির কারণে আধাকিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কে উত্তরবঙ্গ হতে ফিরতি গাড়ির চাপ থাকায় বাইপাইল ত্রিমোড়ে প্রায় ১ কিলোমিটার সড়কে ঢাকামুখী গাড়ী ধীর গতিতে চলছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে এ যানজটের ঘটনা ঘটে।
ঢাকা জেলা উত্তরের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাভারে আল মুসলিম গার্মেন্টস কারখানা ছুটির কারণে সড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে। এছাড়া বাইপাইলে ফিরতি গাড়ির চাপে যানজট তৈরি হয়েছে।
তবে দুইটি জায়গাতেই পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।