সাভারের হেমায়েতপুরে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রির অভিযোগে ৪টি ফার্মেসিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে র্যাব-৪ এর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলের দিকে উপজেলার হেমায়েতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এসময় আল মদিনা ফার্মেসির মালিক জয়নালকে (৩০)’কে ১ লাখ ৫০ হাজার টাকা, স্টার ফার্মেসীর মালিক মহিউদ্দিন শেখ আসলামকে (৩১) ২ লাখ টাকা, সোহেল মেডিসিন কর্নারের মালিক এস এম কামরুজ্জামানকে (৩৮) ৫০ হাজার টাকা ও আয়েশা মেডিকেল হলের ম্যানেজার মোঃ আবু সাঈদকে (৩৮) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের হেমায়েতপুরে ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়াি আমদানি নিষিদ্ধ বিভিন্ন ওষুধ মজুদ ও বিক্রি করছিলো মুনাফালোভী গোষ্ঠী। এমন অভিযোগে র্যাবের একটি দল কয়েকটি ফার্মেসীতে অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। এসময় এসব ফার্মেসী থেকে বিভিন্ন অবৈধ ঔষধ জব্দ করা হয় ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় ১ লাখ টাকা মূল্যের ঔষধ ধ্বংস করা হয়।