ঢাকার সাভারে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে বিশিষ্ট রাজৈনিতক ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলিনুর রহমান খান সাজু মারা গেছেন।
নিহত আলিনুর রহমান খান সাজু (৭৫) সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মৃত মৌলবী আব্দুল বারী খানের ছেলে। তিনি রাজনৈতিক দল এনডিপি’র মহাসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় ও সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি।
নিহতের ভাতিজা সাংবাদিক কামরুজ্জামান খান বলেন, ছয় দিন আগে জ্বর-ঠান্ডায় আক্রান্ত হন তার চাচা। পরে তাকে রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা সনাক্ত হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে মধ্য বাড্ডা এলাকার এএম জেড হসপিটালে ভর্তি করা হয়। পরে আজ সকাল ১১টায় লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, এ পর্যন্ত সাভারে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। আক্রান্তের সংখ্যা ১৬০০ ও সুস্থ হয়েছেন ১৪০০।