সাভারের রাজাশন এলাকায় এক তিন তলা বাড়ির উত্তর পাশে নবজাতকের পলিথিমে মোড়ানো মাথা ও পূর্বপাশে দেহ পড়ে রয়েছে৷
রোববার (২৯ নভেম্বর) দুপুর ২ টার দিকে সাভারের মধ্য রাজাশন গ্যারেজ এলাকার সাইজুদ্দিন রহমানের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড়ির মালিক সাইজুদ্দিন জানান, তার এই তিন তলা বাড়িতে তিনি সহ আরও তিনটি পরিবার বসবাস করে। বেলা ১২টার দিকে এক ভাড়াটিয়া তাকে পলিথিনে মোড়ানো নবজাতকের মাথা দেখে তাকে খবর দেয়। পরে সে বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমুদুল ইসলাম বলেন, সম্ভত দুই তিন দিনের একটি নবজাতক। তার দেহ থেকে গলা বিচ্ছিন্ন অবস্থায় পৃথক স্থান থেকে পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হবে।