সাভারের আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
শুক্রবার গভীররাতে গোপন অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন, মো.সাইফুল ইসলাম (২৫) এবং মো.রিপন মিয়া (৩৮)।
র্যাব-৪ মিরপুর শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই সীমান্তবর্তী চুয়াডাঙ্গায় কুস্টিয়ার থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।
আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শিরোনামবিডি/আইআই