সাভারে চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী নীলা রায়কে ছুরকাঘাতে হত্যার ঘটনায় সেলিম পালোয়ান নামে মামলার এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে তার ব্যাপারে বিস্তারিত জানায়নি পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সেলিম পালোয়ানকে গ্রেফতার করা হয়।
গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন দক্ষিণ পাড়া এলাকায় নীলা রায়কে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীলা ব্যাংক কলোনী এলাকার এ্যাসেড স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। এঘটনায় নীলার বাবা নারায়ণ রায় ২১ সেপ্টেম্বর বখাটে মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহারসহ অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আইআই/শিরোনাম বিডি